শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারলাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া রোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এককালীন অনুদানের চেক বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা হলরুমে চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। বক্তব্য শেষে অতিথিগণ রোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন।
Leave a Reply