রিজাউল করিম : সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম খাঁন ওরফে বাবু খাঁনের পক্ষ থেকে সদর উপজেলার ১৭ টি মাদ্রাসা, এতিম খানা ও মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার থেকে প্রায় সাড়ে ৪ হাজার রোজাদার মানুষের মাঝে রান্না করা এসব খাবার ভ্যান যোগে পৌছে দেয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুল ইসলাম, আব্দুল আলীম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শরিফুল ইসলাম খাঁন ওরফে বাবু খাঁন জানান, আগামীতেও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে তার পক্ষ থেকে এ ধরনের খাদ্য সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *