সাতক্ষীরা জেলার ২০২৩ সালের আম সংগ্রহের ক্যালেন্ডার

  • ১২/০৫/২০২৩ খ্রিঃ তারিখ থেকে শুরু : গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাত
  • ২৫/০৫/২০২৩ খ্রিঃ তারিখ থেকে শুরু : হিমসাগর/ক্ষীরশাপাতি
  • ০১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ থেকে শুরু : ল্যাংড়া
  • ১৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখ থেকে শুরু : আম্রপালি

এ সময়ের পূর্বে যদি কোন আম চাষী বা ব্যবসায়ী আম পরিপক্ক হয়েছে বলে মনে করেন, তবে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার’কে অবহিত করে উপসহকারী কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত ও উপজেলা কৃষি অফিসার প্রতিস্বাক্ষরিত আমের পরিমাণ উল্লেখপূর্বক সম্মতিপত্র গ্রহণ করে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন।

প্রচারে ঃ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *