নিজস্ব প্রতিনিধি : রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চার হাজার কেজি আম জব্দের পর তা গাড়ির চাকায় পিষে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরার পাটকেলঘাটা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেনের উপস্থিতিতে এসব আম নষ্ট করা হয়।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টায় পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে পিকআপ ভর্তি এসব আম জব্দ করে ভ্রাম্যমান আদালত। আমগুলো ধ্বংসের সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। নির্ধারিত সময়ের আগে আম পেড়ে তা রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল কয়েকজন ব্যবসায়ি। তবে ওইসব ব্যবসায়িদের পাওয়া যায়নি।
Leave a Reply