শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইট বহনকারী ট্রলির ধাক্কায় দুই নারীসহ তিন পথচারী মারাত্বকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মুমূর্ষু অবস্থায় ভারতী রানী(৬০)কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অপর আহতরা হলো কনিকা রানী(৩৫) ও ভ্যানচালক আবু সাঈদ(৩৫)। তারা যথাক্রমে শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত নিতাই মন্ডলের স্ত্রী, পুত্রবধু ও বাদঘাটার মোসলেম গাজীর ছেলে। ভারতী রানীর ছেলে অনিমেশ মন্ডল জানান গরু মোটাতাজাকরণ প্রকল্পের প্রশিক্ষণে অংশ নিতে তার মা ও বৌদি শ্যামনগরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এসময় পিছন দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির ধাক্কায় ভ্যান উল্টে রাস্তার মধ্যে পড়ে যাওয়া অবস্থায় আহতরা ট্রলিসহ ইটের নিচে চাপা পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মিলন হোসেন জানান ভ্যানচালক আবু সাঈদের পাজরের হাড় ও কনিকার পা ভেঙে গেছে। তবে ভারতী রানীর পা কয়েক খন্ড হয়ে যাওয়ার পাশাপাশি লম্বালম্বি চামড়া ছাড়িয়ে যাওয়ায় তাকে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নুরুল ইসলাম বাদল জানান খবর পেয়ে উপপরিদর্শক রিপন ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ইটের ট্রলি আটক করেছে।
Leave a Reply