রোনালদোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে চাকরি হারালেন আল নাসর কোচ

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেয়ার পর থেকেই নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করে আসছিলেন কোচ রুডি গার্সিয়া। তার মতে, রোনালদো আসার পর ক্লাবটির আরও ক্ষতি হয়েছে। প্রতিপক্ষ দলগুলো এখন আরো বেশি সতর্ক এবং সাবধানী।

তবে শুধু রোনালদোই নন, সৌদি ক্লাব আল নাসরের ড্রেসিং রুমের সঙ্গে রুডি গার্সিয়ার সম্পর্ক মোটেও ভালো ছিল না। অন্য ফুটবলারদের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ফরাসী এই কোচ। যার ফলে শেষ পর্যন্ত বরখাস্তই করা হলো তাকে।

মূলত সর্বশেষ ম্যাচে আল ফায়হার সঙ্গে গোলশূন্য ড্র করার কারণে লিগ লিডার আল ইত্তিহাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর। ম্যাচের পর এ নিয়ে খুব বাজে প্রতিক্রিয়া দেখান দলটির পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ নিয়েই কোচ গার্সিয়ার সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে রোনালদো এবং অন্য ফুটবলারদের। এ বিষয়টাই ক্লাব কর্মকর্তাদের ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য ছিল যথেষ্ট। শুধু তাই নয়, রুডি গার্সিয়া ক্লাব কর্মকর্তাদের যে উচ্চাভিলাসী প্রজেক্ট রয়েছে তার সঙ্গে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন না।

সৌদি প্রো লিগ শেষ হতে এখনও ৭টি ম্যাচ বাকি। এ পর্যায়ে আল নাসরের অবস্থান দ্বিতীয়। আল ইত্তিহাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে। যারা আবার সম্প্রতি নিজেদের ম্যাচে হেরে গিয়েছিলো তারা।

গত মৌসুম থেকে রুডি গার্সিয়া রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মিগুয়েল অ্যাঞ্জেল রুশোকে বাদ দিয়েই কোচ করে গার্সিয়াকে এনেছিলো আল নাসর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *