যমজ সন্তান পরিবারদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান


নিজস্ব প্রতিনিধি : যমজ মেয়ে যমজ ছেলে আল্লাহ পাকের দান এই স্লোগানকে সামনে রেখে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছ। ৭ এপ্রিল শুক্রবার বিকালে শহরের ম্যান গ্রোভ সভা ঘরে যমজ পরিবার অস্থায়ী কার্যালয় আরিফ আর্ট মিনি মার্কেট সাতক্ষীরার আয়োজনে মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারু উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যান গ্রোভ সভা ঘরের পরিচালক স ম তুহিন, আব্দুল অহেদ প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কবিতা আবৃত্তি করেন তুফান কোম্পানি মসজিদের ইমাম হাফেজ মোঃ ওমর ফারুক, ইসলামী গজল পাঠ করেন আরিফুর রহমান। অনুষ্ঠানে সিদ্ধান্ত নেয়া হয় একটি কমিটি গঠনের মাধ্যমে পরবর্তীতে ১ হাজার যমজ সন্তান ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি অনুষ্ঠান করা হবে। এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও যমজ সন্তান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এস কে হাসান। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশে ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *