ভারতে পাচারকালে চারটি সোনার বারসহ এক জন আটক


নিজস্ব প্রতিনিদি : সোমবার সন্ধ্যায় ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙা সীমান্ত এলাকা থেকে চারটি সোনার বার, নগদ ৫০ হাজার টাকাসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আটককৃত নাম ইমাম হোসেন (৪০)। সে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাকডাঙা বিওপির বিজিবি সদস্যরা বালিয়াডাঙা বাজার এলাকায় অবস্থান নেন। এসময় সাইকেলযোগে আসা ওই চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে তার স্বীকারোক্তি অনুযায়ি তার কাছে থাকা সাইকেলের টায়ারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম ও বাজারমূল্য ৩৯ লক্ষ ৩৬ হাজার ৮৩৮ টাকা। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে রাতেই কলারোয়া থানায় মামলা দেওয়া হয়েছে। আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *