ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে আসবে কী আসবে না- তা নিয়ে চলছে জোর জ্বল্পনা-কল্পনা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে বিশ্বকাপের ওপরও। পাকিস্তান চায় এশিয়াকাপ খেলতে তাদের দেশে যাক ভারত। তাহলে তারা বিশ্বকাপ খেলতে আসবে ভারতে।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। এ নিয়ে যখন রাজনীতি তুঙ্গে, তখন একবার জ্বল্পনা উঠেছিলো, পাকিস্তান ভারতের বাইরে তথা বাংলাদেশের ঢাকায় এসে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী। যদিও তা মোটেও সম্ভব নয়
তবে আইসিসির সূত্রে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ভারতে এসেই খেলতে ইচ্ছুক পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের পছন্দের দুটি ভেন্যু রয়েছে। যেখানে তারা নিজেদের নিরাপদ মনে করে। সে দুটি ভেন্যু হলো কলকাতা এবং চেন্নাই।
যদিও বিসিসিআই, আইসিসি কিংবা পিসিবির পক্ষ থেকে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আইসিসি সূত্রে এও জানা গেছে, এই দুটি শহর ছাড়াও পাকিস্তানের পছন্দ ছিল ঢাকার মিরপুর স্টেডিয়াম।
এই নিয়ে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। আইসিসিও সে দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চায়। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ। এরআগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় কলকাতায়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নেমেন্ট খেলেছে। সে জন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই পাকিস্তানের প্রথম পছন্দ এই দুই শহর।’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। সে সঙ্গে টিকিটের হাহাকার। তাই আইসিসি চায় আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওই ম্যাচটির আয়োজন করতে। যেখানে ১ লাখ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। সেখান থেকে আইসিসির আয়ও হবে। যদিও এ ব্যাপারে পিসিবির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০১১ বিশ্বাকাপে ভারত এভং পাকিস্তান মুখোমুখি হয়েছিলো মোহালিতে। ওয়াগা বর্ডার সামনে হওয়ায় পাক সমর্থকরা এসে সেখানে খেলা দেখার সুবিধা পেতে পারতেন। যদিও আইসিসি এখনই মোহালিকে সেই তালিকায় রাখছে না। এছাড়াও ১৯৯৬ সালে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এখন এটাই দেখার পাকিস্তানের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়।
Leave a Reply