ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান মানেই আলাদা উত্তেজনা। দুই দেশের এই দ্বন্দের ঢেউ রাজপথ ছাপিয়ে আছড়ে পড়ে খেলার মাঠেও। বর্তমানে দুই দেশের বড় দুই তারকা বিরাট কোহলি ও বাবর আজম। কোহলি পাকিস্তানে যেমন জনপ্রিয়, বাবর তেমন ভারতে। তবে এবার ভারতে অন্য এক আলোচনায় এসেছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম। ভারতের পাঠ্যবইয়ে দেখা গেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ছবি। ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে পাকিস্তানের এই ওপেনারের ছবি দেখা গেছে। পাঠ্যবইয়ের স্পোর্টস অধ্যায়ে বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে দুটি কলাম রয়েছে। ‘এ’ কলামে রয়েছে এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, শিখর ধাওয়ান, ক্রিস গেইল, বিরাট কোহলি, এম এস ধোনি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারদের নাম। আর ‘বি’ কলামে আছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই কলামে ‘ববি’ ডাকনামে শোভা পেয়েছে বাবরের ছবি। এর আগে গত বছর বাবরের বিখ্যাত কভার ড্রাইভের একটি প্রশ্নও পাকিস্তানের গ্রেড-৯ পদার্থবিদ্যার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।পাকিস্তান অধিনায়ক সম্প্রতি তিনটি ফরম্যাটেই তার পারফরম্যান্সের জন্য আইসিসি ২০২২ সালের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফিতে ভূষিত হয়েছেন। গত বছর ৪৪ ম্যাচে ৫৪ দশমিক ১২ গড়ে ৮ সেঞ্চুরিতে দুই হাজার ৫৯৮ রান করেন বাবর। এর মধ্যে ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪ দশমিক ৮৮ গড়ে তিন সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করায় ২০২২-এ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন পাকিস্তান অধিনায়ক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *