সাংবাদিক গ্রেফতারে জাসদ সাতক্ষীরা জেলা শাখার নিন্দা


আমরা একটি উদার গনতান্ত্রিক সমাজ চাই।এই চাওয়া ইতিহাসের দায়,বিজ্ঞানের দায়,সমাজের দায়।কিন্তু হচ্ছেটা কি! প্রায়ই সড়কে মৃত্যুর মিছিল। বিভিন্ন অন্ঞ্চলে বেওয়ারিশ লাশ,মারামারি, খুনোখুনি, হত্যা দখল,লুটপাট ইত্যাদি। তারপর ডিজিটাল নিরাপত্তার বেড়াজালে সাংবাদিকরা গ্রেপতার।আইন শৃংখলা বাহিনীর হেফাজতে জেসমিন সুলতানার হত্যা, বিভিন্ন জায়গায় আত্নহত্যা নির্যাতন চলছে তো চলছে। আইনের শাসন মুক্তিযুদ্ধের চেতনা এই আবেদন এখন কিভাবে উপস্থাপন করা হচ্ছে। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।” এই গান শুনলে ভিতরে আবেগ সৃষ্টি হয়। এখন শাসকদের চোখ রাঙানী,আইনশৃংখলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি,জনদুর্ভোগ,অব্যবস্থাপনায় মানুষ দিশেহারা। এই পরিস্থিতিতে সকল গনতান্ত্রিক চেতনার মানুষের ঐক্য চাই। সরকারের তরফ থেকে সাংবাদিক হয়রানি, গ্রেফতার, বিনাবিচারে মানুষ হত্যার প্রতিবাদ জানাই বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসআলী সহ জেলা উপজেলার নেতৃ বৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *