নিজস্ব প্রতিনিধি: মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ রমজান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমথানা কমপ্লেক্সে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আবদুর রশীদ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নূর ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শেখ তৌহিদুর রহমান ডাবলু, মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছী, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, প্রফেসর গাজী আবুল কাশেম, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল মজিদ, কবি সোহরাব হোসেন মনু, মনিরুজ্জামান মুন্নাসহ সংগঠনের সদস্যবৃন্দ। ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক মাও. মো. মিজানুর রহমান আজমী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আনোয়ারুল হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুল ওহাব আজাদ।
Leave a Reply