শ্যামনগর ব্যুরো ঃ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শ্যামনগরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ৮ টায় বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের নেতৃত্বে, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে শ্যামনগর উপজেলার নতুন ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পন করে। পর্যায়েক্রমে সকল সরকারি বেসরকারি সংস্থা, সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তাবক অর্পন করে এবং গোপালপুর শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পন করে। এরপর গোপালপুর মুক্তিযুদ্ধে শহীদদের মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শ্যামনগর সদরের নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। সাথে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম আব্দুর রহমান ও শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল। উপস্থিতিদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি তার বক্তেব্যের মাঝে বলেন, অত্র মাঠে প্রতি বছর এ অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু মাঠের অবস্থা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর। অত্র মাঠ সংস্কার বা মাঠের পরিবেশ উন্নতির লক্ষ্যে ২ লাখ টাকা অনুদান দেওয়ার আশা ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বক্তব্য শেষে তিনি কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিটি দল জাতীয় পতাকাকে সালাম জানান। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়
Leave a Reply