শ্যামনগর ব্যুরো ঃ “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সিপিপি এর যৌথ আয়োজনে দুর্যোগ প্রতিরোধ দিবস- ২০২৩ পালন উপলক্ষ্যে ভূমিকম্প, অগ্নিকান্ড মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা হলরুমে আলোচনা সভায় হাজির হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্র্তা তুষার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম সঞ্জীব মন্ডল, সিপিপি’র উপজেলা সমন্বয়কারী মাসুদুর রহমান মুকুল প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠান শেষে সিলিন্ডারের গ্যাসে অগ্নিকান্ড প্রতিরোধে তাৎক্ষনিক করনীয় বিষয় প্রদর্শন করেন অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ।
Leave a Reply