মহান স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে ফ্রি গাইনী,জেনারেল সার্জারী মেডিকেল ক্যাম্প এবং মাস ব্যাপী স্বল্প মূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্পের প্যাকেজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের নারিকেলতলাস্থ হাসপাতালের কনসালটেন্ট চত্বরে হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সনজয় কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক (অবঃ) ডাঃ এম এ ছিদ্দিকী( ওয়ালিদ)। আরো বক্তব্য রাখেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, আরএমও ডাঃ আসলাম হোসেন। ক্যাম্পে ফ্রি রোগী দেখেন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ কামরুন্নাহার শিউলি,ল ও সাতক্ষীরা মেডিকেল কলেজের

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পিআরও মোস্তাফিজুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *