তালার ৯২তম সাধু সম্মেলনে ৩য় দিনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত


প্রেস রিলিজ: তালায় আধ্যাতিœক সাধক এজাহার আলী ফকিরের ৪দিন ব্যাপি ৯২তম সাধু সম্মেলনের তৃতীয় দিনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ শে মার্চ) বিকালে তালার শিবপুরে প্রয়াত আধ্যাতিœক সাধক এজাহার আলী মারফতি ফকিরের বাসভবন চত্বরে সাধু সম্মেলনের তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

মানব উন্নয়ন ফাউন্ডেশন তালা ও প্রয়াত সাধকের পরিবার বর্গের আয়োজনে সাধক পুত্র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ধর্মীয় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুভাষিনী দাখিলমাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাঃ আবুল হোসেন, মুহাঃ বাকী বিল্লাহ, সাধক মুহাঃ আব্দুল কাদের, আলহাজ্ব মুহাঃ মন্টু মিয়া, ব্রাহ্মবাড়িয়া থেকে আগত সাধক মমুহাঃ সসোহেল চিশতী, কুষ্টিয়া থেকে আগত দরবেশ শরিফুল ইসলাম, সাধক আমিন উদ্দীন ভান্ডারী, দরবেশ রুহুল কুদ্দুস, লালন একাডেমীর সাধক আব্দুল কাদের, সাধক আব্দুল রহিম খাঁ বুধো, যশোর সদর থানা মুহাঃ রাশেল চিশতী, ভোলা থেকে দরবেশ আবুল কালাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *