েজলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সদস্য-ফাহিমা আক্তার, তৈয়েবা রওনক, মনোয়ারা খাতুন, মমতাজ, মাহমুদা, রেবেকা খাতুন রিক্তা, রোকেয়া, শোভা প্রমুখ। অপরদিকে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে একই স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সদস্য-ফাহিমা আক্তার, তৈয়েবা রওনক, মনোয়ারা খাতুন, মমতাজ, মাহমুদা, রেবেকা খাতুন রিক্তা, রোকেয়া, শোভা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. মোতাছেম বিল্লাহ,কম্পিউটার প্রশিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার তথ্য আপা ও দর্জি প্রশিক্ষণের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ট্রেডের শিক্ষার্থী ও কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *