তালায় গণহত্যা দিবস পালিত


মার্চ ২৬ ২০২৩

Spread the love


তালা প্রতিনিধি : তালায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পার কুমিরা বধ্যভূমিতে ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস,জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের গাজী প্রমূখ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা, গণহত্যা উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন