আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের শ্রীকলস গ্রামে। আশাশুনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রীকলস গ্রামের মৃত আফিল গাজীর ছেলে জয়নাল হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের ২ বসত ঘর, ২ রান্না ঘর ও ১ টি বাথরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেলেও প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
Leave a Reply