প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গত ০৬ ফেব্রুয়ারি জানতে পারে যে, জেলার শ্যামনগর এলাকায় পাচারকারী চক্রের কতিপয় সদস্য বাঘের চামড়া পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলার শ্যামনগর থানাধীন হরিণনগর ধল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাফিজুর শেখ (৪৭), পিতা- মৃত সুরত শেখ, মোঃ ইসমাইল শেখ (২৪), পিতা- মোঃ মিজানুর শেখ কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ০১টি বাঘের চামড়া উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, মাছধরা ও গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করে ছাগলের মাংসের মধ্যে বিষাক্ত কিটনাশক ব্যবহার করে বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রানী শিকার করে। জব্দকৃত চামড়াসহ গ্রেফতারকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply