প্রেস বিজ্ঞপ্তি : সারাদেশের ন্যায় সাতক্ষীরা সদরের কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
রবিবার (০১ জানুয়ারি ) বেলা ১১ টায় কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার হল রুমে এবতেদায়ী ১ম শ্রেনী হতে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতে পাঠ্যপস্তুক নতুন বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসা সুপার মো. জাহাঙ্গীর মূর্ত্তেজা রেজার সভাপতিত্বে ও সহকারী সুপার মো. আব্দুল আলিমের সঞ্চাচনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আসাদুজ্জামান খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য মো. আব্দুল হাকিম, মো. জিয়াদ আলী প্রমুখ।
উল্লেখ্য: শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের পাঠ্যবই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন এবং রবিবার পহেলা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
Leave a Reply