বাম গণতান্ত্রিক জোট আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন করবে। ২০১৮ সালের নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে সারাদেশে সমাবেশ-বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করা হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে ওইদিন বিকেল চারটায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সোমবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শামীম ইমাম, সমাজতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার প্রমুখ।
সভায় দেশের সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সকল শুভবুদ্ধি সম্পন্ন শক্তি ও ব্যক্তিদের বাম জোটের আশু ১০ দফার দাবিতে সোচ্চার হওয়া এবং শ্রেণী-সংগ্রাম ও গণআন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় প্রকৌশলী ম. ইনামুল হকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়। নেতারা বলেন, নানাভাবে মানুষের কথা বলার অধিকার খর্ব করার স্বৈরাচারী প্রবণতা বেড়েই চলেছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলে দুঃশাসন রুখে দাঁড়াতে হবে। চলমান দুঃশাসনের অবসানে সংগ্রাম বেগবান করতে
Leave a Reply