ভূমিহীন ও কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় কাটিয়া লস্করপাড়াস্থ প্রয়াতের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটি’র নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটি’র সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, সদস্য আহাজ উদ্দিন সুমন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর (শেলী) প্রমূখ উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পনকালে নেতৃবৃন্দ বলেন, ২০০৯ সালের ০৫ ডিসেম্বর ঘাতকের নির্মম আঘাতে মৃত্যুবরণ করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূমিহীন ও কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ সাইফুল্লাহ লস্কর। আজ তাঁর ১৩তম মৃত্যুবার্ষিকী। অথচ অদ্যাবধি হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। এছাড়াও ঘাতকরা বীরদর্পে জেলাজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে। অবিলম্বে তাঁর হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা
Leave a Reply