1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কুরআন শরীফ প্রদর্শনী হল মাসজিদে কুবা কমপ্লেক্সে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে


সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফ দুই দিন ব্যাপী প্রদর্শনী উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা শহরের মেহেদীবাগ মাসজিদে কুবা কমপ্লেক্সে কুরআন শরীফ প্রদর্শনী দেখার জন্য বেশ আগে স্থানীয় সহ পাশ্ববর্তী এলাকার লোকজন জড়ো হতে থাকে। পুরুষ, মহিলা, শিশু, কুরআন প্রেমিক সহ সব বয়সের মানুষ উপস্থিতিতে মেহেদীবাগ এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। অতিথিরা মাসজিদে কুবা কমপ্লেক্সে প্রবেশ করলে মাসজিদে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, উপদেষ্টা তৈয়েব হাসান বাবু সহ অপরাপর মুসল্লীরা অতিথিদের কে স্বাগত জানান। গতকাল সকাল ১০টায় প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কুরআন শরীফ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কুরআন আল্লাহর বানী। এটি মানব জাতির জন্য সঠিক পথ নির্দেশক। সাতক্ষীরার সন্তান হাবিবুর রহমান নিজ হাতে বিশ্বের সর্ববৃহৎ কুরআন লিখে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি জেলা বাসির জন্য গৌরবের বিষয়। হাতে লেখা মহাগ্রন্থটি আরো কিভাবে আলোড়ন সৃষ্টি করা যায় সে বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হবে। তিনি আরো বলেন, মাসজিদে কুবা কমপ্লেক্স সাতক্ষীরার মধ্যে একটি নান্দনিক মসজিদ। এখানে শুধু নামাজ আদায় হয় না নামাজের পাশাপাশি ইসলামি সাংস্কৃতিক ও সেবা কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। মসজিদটি এ ধরনের কর্মকান্ড চালু থাকুক এটাই আমাদের কাম্য। তিনি মাসজিদে কুবা কমপ্লেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মাসজিদে কুবা কমপ্লেক্সের সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, মাসজিদে কুবা কমপ্লেক্সের উপদেষ্টা তৈয়েব হাসান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন মাসজিদে কুবা কমপ্লেক্সের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, গ্রাম ডা: শাহাজান আলম, সহ সভাপতি আব্দুল গনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সদস্য আবু জাফর, গোলাম হোসেন, আনিছুর রহমান, শাহাদাত হোসেন, আব্দুল জব্বার, জিয়াউর রহমান, মোয়াজ্জিন হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ। বিশ্বের সর্ববৃহৎ হাতেলেখা কুরআন শরীফটি এক নজরে দেখার জন্য দিনভর দলে দলে মানুষ মাসজিদে কুবা কমপ্লেক্সে ছুটে যান। একে অপরের মুখে কথাছিল এমন হাতে লেখা কুরআন শরীফটি আগে কখনো দেখিনি। কুরআন শরীফটি সাদা কাগজে লাল নীল সহ বিভিন্ন রঙের কালিতে শোভা বর্ধন করে পবিত্র কুরআনে পরিনত হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কুরআন শরীফের লেখক মো: হাবিবুর রহমান বলেন, দীর্ঘ ছয় বছর আট মাস ত্রিশ দিন ধরে বিভিন্ন রঙের ছয় শত ষাটটি কলম দিয়ে পূর্ণ কুরআন শরীফ সম্পন্ন করলাম। হাতে লেখা পবিত্র মহা গ্রন্থটির ওজন চারশত পাঁচ কেজি। যার দৈর্ঘ্য ১১ ফুট প্রস্থ ১৭ ফুট ৪ ইঞ্চি ও ১৪২ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কুরআন শরীফটি আরো ব্যাপক আকারে পরিচিতি লাভ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়া মাসজিদের কুবা কমপ্লেক্সের সদস্য, স্থানীয় মুসল্লীবৃন্দ সহ সর্ব পর্যায়ের মুসল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসজিদে কুবা কমপ্লেক্সের ইমাম মুফতি সাইফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd