বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় মধুমিতা পার্কের স্থানে ৩০টি অবৈধ দোকান উচ্ছেদে টালবাহানা! মহামান্য হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। উল্লেখ পাইকগাছা পৌরসভার প্রানকেন্দ্রে ১৯৮০ সালে তৎকালিন খুলনার প্রশাসক নূরুল ইসলাম উদ্বোধন করেন মধুমিতা পার্ক। এ পার্কের মধ্যে রয়েছে মিষ্টি পুকুর নামে একটি পুকুর। ঐ পুকুরের পানি মিষ্টি হওয়ার কারণে পৌরসদরের লোকজন বাসাবাড়ি, হোটেল ও রেস্তরায় ঐ পুকুরের পানি পান বা ব্যবহার করে। পার্কের গেট, সীমানা প্রাচীর সহ চারিপাশে বসার জন্য বেঞ্চ তৈরি করা হয়। লাগানো হয় ফুল বাগান। পৌরবাসির বিনোদনের একমাত্র স্হান এই মধুমিতা পার্ক। যার দিকে নজর পড়ে একশ্রেনির প্রভাবশালী, ভূমিখেকো, রাজনৈতিক নেতা-কর্মী ও ব্যবসায়ীদের।তারা পার্কের উত্তর ও পূর্ব পাশে দখল করে মোটা টাকা লেনদেনের মাধ্যমে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে ব্যবসা বা কেউ কেউ অগ্রিম ও মাসিক টাকা নিয়ে দিয়েছেন ভাড়া। ফলে ধ্বংশ হয়েছে মধুমিতা পার্কের সীমানা প্রাচীর, বসার জায়গা ও চারিধারের রাস্তা। ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে রাতের আধারে চলে অনৈতিক কর্মকান্ড, যত্রতত্র প্রস্বাব, পায়খানা করায় নষ্ট হয় পৌরবাসির ব্যবহার যোগ্য মিষ্টি পানির আঁধার। এ দেখে কিছু সচেতন মানুষ মধুমিতা পার্ক সংরক্ষন কমিটি গঠন করে, পার্কের জমি উদ্ধার এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ২০০৫সালে আদালতে মামলা করেন। আদালত মামলার চলমান প্রক্রিয়ায় নালিশি মধুমিতা পার্কের জমির উপর স্থগিত আদেশ দিলে অবৈধ দখলদাররা মহামন্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন লিভ টু আপিল মামলা করলে ২০১৫ সালের ১৫ফেব্রুয়ারি অবৈধ দখলদারদের আবেদন না মঞ্জুর করেন। এরপর অবৈধ দখলদাররা রাজনৈতিক ছত্রছায়ায় আজও দখলে আছে। অজ্ঞাত কারণে অবৈধ দখলদাররা উচ্ছেদ হয়নি। দীর্ঘদিন পর মধুমিতা পার্ক সংরক্ষন কমিটি গত ১০নভেম্বর অবৈধ দখলদার উচ্ছেদের জন্য মানববন্ধন এবং অবৈধ দখলদাররা মহামান্য হাইকের্টের আদেশ অমান্য করায় পার্ক সংরক্ষন কমিটির পক্ষে কন্টেম অফ কোর্ট পিটিশন ১০২/২২ দাখিল করেন। তখন আদালতের আদেশ কেন দীর্ঘদিনেও মধুমিতা পার্কের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়নি মর্মে খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট মহামান্য হাইকোর্ট জানতে চান। এরপরও মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে না। বাস্তবে কোন উচ্ছেদ কার্যক্রম না করে, উচ্ছেদের নামে গত ১০ডিসেম্বর ২০২২ কিছু ইট, বালু ও খোয়া তুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সলিসিটর উইং সহ সহকারি এটর্নি জেনারেল কে অবৈধ স্হাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান মর্মে জানানো হয়। এহেন কার্যক্রমে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়নে টালবাহনায় সচেতন মানুষকে হতবাক করেছে। এ ব্যাপারে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট আইনজীবি এড.এফ,এম,এ রাজ্জাক সহ সচেতন মানুষ স্হানীয় প্রশাসনকে যথা শীঘ্রই মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মধুমিতা পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
Leave a Reply