গতকাল ১৪ ডিসেম্বর ২০২২ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নব জীবন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সকাল ১১.০০ ঘটিকায় নব জীবন অডিটোরিয়াম এ পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১৪ ডিসেম্বর ২০২২ যে গনহত্যা চালানো হয়েছিল তার একটাই উদ্দেশ্য ছিল যেন এদেশের জ্ঞান, মেধা ও মূল চালিকাশক্তিকে ধ্বংস হয়ে যায়। যাতে বাংলাদেশ আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন পশ্চিম পাকিস্তানিদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছিল। তাদের কাছে মনে হয়েছিল পরাজয় তাদের নিশ্চিত; তাই বিজয়ের কাছাকাছি এসে রাজাকার, আলবদর, আস শামস বাহিনীর সহায়তায় অসংখ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করা হয়। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করতে হবে। কোন জাতীর স্বাধীনতার জন্য বুদ্ধিজীবিদের উপর এ ধরনের গনহত্যার নজির পৃথিবীতে নাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এ সকল বিষয় জানাতে হবে ও দেশকে ভালোবাসতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষভাগে শহীদ বুদ্ধিজীবি দিবসের সকল শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নবজীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।
Leave a Reply