প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতার ৫২তম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ আনিছুর রহিম। যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, যুগ্ম আহবায়ক অ্যাড.আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, মানবাধীকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, বাসদ (মার্কস বাদ) নেতা অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, বাসদ সাতক্ষীরা জেলা সমন্ময়ক নিত্যানন্দ সরকার, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান মনির, উত্তরণের অ্যাড. মনিরুদ্দীন, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্মা দত্ত, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেস খান চৌধুরী, বাস শ্রমীক নেতা মহব্বত আলী, নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, সাংবাদিক জহুরুল কবীর, পেশাজীবি লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দস সামাদ প্রমুখ।
সভায় স্বাধীনতার চার স্তম্ভ সমুন্নত রাখার ব্যপারে সকলে বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি সংঘঠনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী চক্রের প্রতি সজাক থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- থেকে সাতক্ষীর পিছিয়ে থাকায় বিস্ময় প্রকাশ কনেন এবং জেলার বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে বিভিন্ন দিবসে স্মৃতিচারণ মুলক অনুষ্ঠানের আয়োজন করার আহবান জানান বক্তাগণ।
Leave a Reply