1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীদের ফ্রি-চিকিৎসা ক্যাম্প

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীদের ফ্রি-চিকিৎসা সেবা ক্যাম্প ও নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যে রবিবার বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জের মহৎপুরে নারী উন্নয়ন সংস্থা প্রেরণার প্রধান কার্যালয়ে দিনব্যাপি ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রেরণার নির্বাহী কমিটির সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী।
ফ্রি চিকিৎসাসেবা মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রবীর মুখার্জি, গাজী আজিজুর রহমান, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম, জাফরুল আলম বাবু, বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাতক্ষীরার ওসিসি কর্মকর্তা আবু হাই সিদ্দিকী, শ্যামনগরের ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, নারী উন্নয়ন সংগঠন নকশিকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিমা ব্যানার্জি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সদস্য আশেক মেহেদী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।
নারীদের ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
এদিকে, একই দিন বিকালে কালিগঞ্জ উপজেলা মাঠে সোনাতলা প্রাইমারী স্কুল এবং তেতুলিয়া প্রাইমারী স্কুলের বালিকাদের মধ্যে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুটবল ম্যাচে সোনাতলা প্রাইমারী স্কুল চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন বুশরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার প্রদান করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে এখনো পর্যন্ত নারীরা মানুষ হতে পারেনি। পুরুষ তান্ত্রিক সমাজে পুরুষ মানুষ হলেও নারী মানুষ হতে পারেনি। মানুষ হতে দেওয়া হয়নি। নারীরা বিভিন্ন শারিরীক রোগে আক্রান্ত হলেও লোক লজ্জার ভয়ে চিকিৎসা নিতে পারে না। অনেক সময় রোগের কথা প্রকাশ করতে না পারার কারনে সঠিক সময়ে সেবা নিতে না পেরে অকালে প্রাণ হারায়। এখন সময় এসেছে নারীদের মানুষ তৈরি করার। এসময় বক্তারা সকলকে নারীদের অধিকার আদায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd