সাতক্ষীরায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান বাস্তবায়ন

প্রেস বিজ্ঞপ্তি : গত ০৮ নভেম্বর ২০২২ খ্রি. সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে “এসো মু্িক্তযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রনাঙ্গণের অভিজ্ঞতা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান। মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সোনার বাংলা বির্নিমানে এ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে “এসো মু্িক্তযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ। প্রধান অতিথি তার বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রনাঙ্গণের বীর সেনানীদের মুখে মুক্তিযুদ্ধের প্রকৃত গল্প শুনে প্রত্যেকের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার, মোঃ খালিদ জাহাঙ্গীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জাহিদুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোঃ সাগর আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাড়ে তিনশতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-অভিভাবকগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুুক্তিয্দ্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *