রাশিয়া ইউক্রেনে লক্ষ্য অর্জন করবে : পুতিন

মস্কো, ২৬ নভেম্বর, ২০২২ (বাসস ডেস্ক) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে যুদ্ধরত সৈন্যদের মায়েদের একটি দলকে বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে।
টেলিভিশনে প্রচারিত মস্কোর কাছে তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের সময় পুতিন বলেন, ‘আমাদের অবশ্যই লক্ষ্য অর্জন করতে হবে এবং আমরা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করব।’
তিনি ইউক্রেনে মস্কোর কৌশলকে তথ্য মাধ্যমে ‘অবমূল্যায়ন, (এবং) আপস’ হিসেবে প্রচার করাকে শত্রুদের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *