বুয়েন্স আয়ার্স, ১২ নভেম্বর, ২০২২২ (বাসস) : কাতার বিশ্বকাপের জন্য লিওনেল স্কালোনির ২৬ সদস্যের আর্জেন্টাইন চূড়ান্ত দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা ও এ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির শঙ্কায় থাকলেও এই দুজনের উপর আস্থা রেখেছেন স্কালোনি। তবে শেষ পর্যন্ত ছিটকে গেছেন গিওভানি লো সেলসো।
নিজের পঞ্চম বিশ^কাপে লিওনেল মেসি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিবেন। সম্ভবত নিজের শেষ বিশ^কাপে খেলতে নামবেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
গত মাসে রোমা ফরোয়ার্ড দিবালা উরু ও জুভেন্টাসের উইঙ্গার ডি মারিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। ইনজুরিতে পড়ার পর থেকেই এই দুই তারকার বিশ^কাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। গত এক মাস ধরে মাঠের বাইরে থাকলেও দুজনকেই শেষ পর্যন্ত কাতারের দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় টটেনহ্যাম থেকে ধারে ভিয়ারিয়ালে খেলতে যাওয়া মিডফিল্ডার লো সেলসোর চূড়ান্ত দলে জায়গা হয়নি।
দল প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘দলে নির্বাচিত হয়ে তারা সবাই গর্বিত।’
টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার দারুন এক আত্মবিশ^াসী রেকর্ড নিয়ে কাতারে যাচ্ছে আর্জেন্টিনা। তার উপর ঝুলিতে রয়েছে সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা। ঐতিহাসিক মারাকান স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে গত বছর কোপার শিরোপা জয় করেছিল মেসির আর্জেন্টিনা। ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ^কাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়।
৩৫ বছর বয়সী মেসি সম্প্রতি বলেছেন, ‘আর্জেন্টিনার হয়ে আমরা এই মুহূর্তে বেশ ভাল সময় কাটাচ্ছি। দর্শকরা উন্মুখ হয়ে আছে, তারা ধরেই নিয়েছে বিশ^কাপের শিরোপা আমরা ইতোমধ্যেই ঘরে নিয়ে এসেছি। কিন্তু কাজটা মোটেই সহজ নয়।’
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপের যাত্রা শুরু করবে। গ্রুপ-সি’তে তাদের আরো দুই প্রতিপক্ষ হলো মেক্সিকো ও পোল্যান্ড।
আর্জেন্টাইন স্কোয়াড :
গোলরক্ষক : ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি
ডিফেন্ডার : গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জারমান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা, হুয়ান ফয়েথ
মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, আলেহান্দ্রো গোমেজ, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার
ফরোয়ার্ড : পাওলো দিবালা, লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকুইন কোরেয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।
Leave a Reply