সংবাদ বিজ্ঞপ্তি: সাংবাদিক সুভাষ চৌধুরী’র স্মরণে শহরের চালতেতলা (বাটকেখালী) শেখ রাসেল স্মৃতি ক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে শেখ রাসেল স্মৃতি ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন প্রতিবন্ধি পুর্নবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, শেখ রাসেল স্মৃতি ক্লাবের সহ-সভাপতি মো. হায়দার, সাধারণ সম্পাদক মো. শুকুর আলী, মো. ইমাদুল, আব্দুল মালেক, কালাম, হযরত আলী, শম্ভু দাস ও গুরুপদ দাস প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৮৮ সালে সাংবাদিক সুভাষ চৌধুরী সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় অসহায় নির্যাতিত ভূমিহীনদের নিয়ে বহুধা সংবাদ লেখনীর পাশাপাশি সাতক্ষীরার একজন স্বনামখ্যাত ভূমিদস্যুকে ছোট ক্ষুদা আখ্যায়িত করে বাঁকাল ইসলাম চরের ঘটনাবলী প্রকাশ করিয়েছিলেন। সেই সময় ওই ভূমিদস্যুদের দ্বারা নির্যাতনের পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রের শিকারে পড়েন। শুধু তিনি নন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিবর্গও ভূমিদস্যুদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছিলেন। এবং সাংবাদিক সুভাষ চৌধুরীসহ কয়েকজন ব্যক্তিকে ধরে নিয়ে বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা রুজু করে সাতক্ষীরা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। সেদিনের ঘটনা ভুলবার নয়, ভুলা যায় না। এই গুণী সাংবাদিক সুভাষ চৌধুরীকে সাতক্ষীরাবাসী কখনো ভুলতে পারে না। তাই সাংবাদিক সুভাষ চৌধুরী’র কৃতকর্ম সকলের মাঝে ছড়িয়ে দিতে আজ আমাদের এই স্মরণ সভার আয়োজন। তাঁর স্মৃতি আমাদের মাঝে চির জাগ্রত থাক।
Leave a Reply