বিশ্বকাপ জিততে চলেছে আর্জেন্টিনা: সৌদি কোচ

প্রথম ম্যাচে হোঁচটও নাকি অনেক সময় আশীর্বাদ হয়ে আসে। এ যেমন ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল সুইজারল্যান্ডের বিপক্ষে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাও নাকি হাঁটবেন একই পথে, এমনটাই ভবিষ্যদ্বাণী সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ডের।কাতার বিশ্বকাপে শুরুতে বড় অঘটনের শিকার লিওনেল মেসির আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে লুসাইলে মঙ্গলবার (২২ নভেম্বর) ২-১ গোলে হারের পর শঙ্কায় আলবিসেলেস্তেদের শেষ ষোলোর যাত্রা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো শক্তির বিচারে সৌদির চেয়ে অনেক এগিয়ে।

তবে প্রথম ম্যাচে হোঁচট খেলেও মেসিরা ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ডের। ফরাসি এ কোচ নাকি জানিয়েছেন, আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার করবে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে।আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলেকে’এমনটা রেনার্ড বলেছেন জানিয়ে টুইট করেছেন আর্জেন্টাইন সাংবাদিক রয় নেমের।

রেনার্ডের এ ভবিষ্যদ্বাণীতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ এর আগে ২০১০ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছিল স্পেন। সুইসদের বিপক্ষে টুর্নামেন্টের শুরুতেই হারের পর স্পেন যে ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে সেটা কল্পনাও করেনি ফুটবল বিশ্ব।অথচ স্পেনকে হারিয়েও গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় সুইসরা। আর স্প্যানিশরা একে একে পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো ফুটবল পরাশক্তিদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তাই স্বপ্ন দেখতে পারে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিজেই জানিয়েছেন, পরে হারার চেয়ে শুরুতে হারাই ভালো। তাতে করে তারা উজ্জীবিত হতে পারবে এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরোদমে লড়াই করবে।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগামী ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। ‘সি’ গ্রুপে চারদিন পর তাদের শেষ প্রতিপক্ষ পোল্যান্ড।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *