“বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক” : গঙ্গা-যমুনা উৎসব

প্রেস রিলিজ
“বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক” এই প্রতিপাদ্যে আগামী ৫ নভেম্বর ২০২২ সুশীলন কালিগঞ্জ
আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার কবি-শিল্পী সাহিত্যিকদের এক
মিলন মেলা,সৌহার্দ সম্প্রীতি ও সস্ত্রমের গঙ্গা-যমুনা সাহিত্য উৎসবটি বর্তমান দুঃসময়ে অতীব
গুুত্বপূর্ন। এই সম্মেলনের কলম সৈনিকেরা একটা সুস্থ্য-সুন্দর মানবিক পৃথিবী গড়তে আপ্রান চেষ্টা
করবে সব যুদ্ধ, হিংসা, ঘৃনা ও বিভেদকে পদদলিত করে। তারা ভালোবসার বন্ধনে প্রতিরোধ করবে
সব অন্যায়-অবিচার ও অপশক্তির আকমকে।
এই উৎসব মুখর হয়ে উঠবে, আলো ছড়াবে, জনাব হুমায়ুন করিব, কবি আবদুস সামাদ ফারুক,
হোসেন উদ্দীন, রফিকুর রশীদ, ড. কানাই সেন, নৃপেন চকবর্তী, শ্যামল জানা, কৃষ্ণা বন্দোপাধ্যায়,
জয়িতা বসাক, সত্যকাম বাগচি, অঞ্জনা গোস্বামী, কল্লোল ঘোষাল, অনিন্দ্য আনিস, ইমরুল ইউসুফ,
ফরহাদ খান চৌদুরী সহ শত কবি সাহিত্যিকদের সরব উপস্থিতিতে।
পরাজয় নয়, মৃত্যু নয়, অমরত্বের অমিয় ধারায় এই সাহিত্য উৎসব আগামীর পথ চলায় শক্তি,
সাহস ও প্রেরনা জোগাবে। জয় হোক শিল্প-সাহিত্য সংস্কৃতির সব সম্মিলন ও উৎসবের।
তারিখ ঃ ০৩/১১/২০২২ খ্রীঃ
গাজী আজিজুর রহমান
আহবায়ক
গঙ্গা-যমুনা উৎসব কমিটি
কালিগঞ্জ,সাতক্ষীরা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *