জেলা সাংবাদিক পরিষদের আসন্ন ২৫ বছর পূর্তি এবং সংগঠনের উপজেলা কমিটিগুলো পূর্ণগঠন করা এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করে গতকাল (বৃহস্থপতিবার) বিকাল ৪ টায় জেলা সাংবাদিক পরিষদের কার্যনিবার্হী কমিটির এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আসাফুর রহমানের সভাপতিত্বে সভায় নির্ধারিত আলোচ্য সূচির গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন সংগঠনের মোঃ আমিরুল ইসলাম, জিএম মুজিবুর রহমান, সেলিম শাহারিয়ার, মনিরুজ্জামান মনির, নাজমুল হাসান, এস এম আল মাসুদ,মোঃ ইউসুফ আলী, আব্দুল হামিদ, গাজী মনিরুজ্জামান মনির, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ খাইরুল বাসার, রাশিদা আক্তার, প্রশান্ত কুমার পাল, এ্যাড নজরুল ইসলাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজগর আলী, ইকবাল হোসেন, রিনি আক্তার, তাজেল হোসেন প্রমুখ। সভায় সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাস্তবায়ন করা এবং উপজেলা কমিটিগুলো আগামী ৩ মাসের মধ্য ঢেলে সাজানো হবে বলে সিদ্ধান্ত নেয় হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারনে কার্যনির্বাহী কমিটির একজনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সমস্ত সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আল- মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply