চোটে জীবন শঙ্কায় সৌদি ডিফেন্ডারের, পাঠানো হলো জার্মানিতে

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে অবিস্মরণীয় জয়টা উপভোগ করার সময় পেলেন না সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি। ম্যাচ চলাকালে চোটে পড়ে এখন তার জীবন শঙ্কায়।আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ভয়ঙ্কর ইনজুরিতে পড়েন ইয়াসের আল শাহরানি। অতিরিক্ত সময়ের খেলায় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় তার।

সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস লাফিয়ে উঠে আর্জেন্টিনার একটি গোল চেষ্টা প্রতিহত করেন। তখনই তার পা গিয়ে লাগে ইয়াসেরের নাকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ৩০ বছর বয়সী ডিফেন্ডার। চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।  

তারপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রের পর জানা যায় চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন।দেশকে যারা গর্বের মুহূর্ত এনে দিয়েছেন, সে দলের একজনের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন দেশটির ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হলো জার্মানিতে। তার চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে সৌদি সরকার। 

ধারণা করা হচ্ছে, এই চোটে কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ইয়াসির আল শাহরানি। এই ধাক্কা সামলে উঠা সহজ নয়। 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *