নিজস্ব প্রতিনিধি: কৃষিভিত্তিক শিল্পজোন, পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনও পরিকল্পিত ভাবে নদী খাল খনন এর দাবীতে পথসভা অনুষ্ঠিত হয় খুলনা রোড মোড়ে।বাংলাদেশ জাসদও পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ এর যৌথ উদ্যোগে পথসভায় সভাপতিত্ব করেন ভুমিহীন নেতা শেখ হাফিজুল ইসলাম। ১০ নভেম্বরবিকাল তিনটায় পথসভায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষেযুক্তি তুলে ধরে প্রধানঅতিথি হিসাবে বক্তৃতাকরেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট আব্দুল মজিদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব। বেকারত্বের অবসান ঘটিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার জন্যকৃষিভিত্তিক শিল্পজোন গড়ে তোলার দাবী জানান বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশীকসরকার,স্বশাসিত স্থানীয় সরকারএবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ন্যায় পাল নিয়োগ ব্যবস্থার দাবিতে জনতার ঐক্য গড়ে তুলতে নতুনকরে সামাজিক আন্দোলন দরকার বলে মনেকরেন বাংলাদেশ জাসদসাতক্ষীরা জেলাশাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসআলী। জেলা বাসদ নেতা এডভোকেট খগেন্দ্র নাথ, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বনপরিবেশ ও নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান,। সদস্য রিয়াজুল, শাহানা, সাংবাদিক রেজাউল করিম, স্বাস্থকমিটির নেতা আব্দুল্লাহ বিশ্বাস সাতক্ষীরা জেলার সমৃদ্ধি নিয়ে আলোচনা করেনও জনগনের ঐক্য গড়ে তোলার আহবান জানান। সাতক্ষীরা জেলার বরেণ্য ব্যাক্তিদের জীবনের আলেখ্য, জেলার রেভিনিউ অনুযায়ী উন্নয়ন বরাদ্দের দাবি জানান জাগোযুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুখ আহম্মদ। আগামীতে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার দাবীতে জনমত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্তকরেন নেতৃবৃন্দ।
Leave a Reply