নিজস্ব প্রতিনিধি: ‘সামাজিক নিরপত্তা কর্মসূচির দর্শন, সুবিধা বঞ্চিতদের জীবনমান উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুদিন ব্যাপি মোবাইল আউটরিচ প্রকল্পের ‘সামাজিক নিরাপত্তা সেবার মেলা-২০২২’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজুয়ারডাঙ্গী ফুটবল মাঠে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। কারিতাস খুলনা অঞ্চল, জি আই জেড, সাতক্ষীরা পৌরসভা ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. দাউদ জীবন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী ম-ল, সাতক্ষীরা পৌরসভার সচিব মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জিআইজেড’র এ্যাডভাইজার টেকনিক্যাল মনিটরিং এন্ড কোর্ডিনেশন রতন মানিক সরকার, ঢাকা অফিসের মাঠ কর্মকর্তা উত্তম ক্রুশ প্রমুখ। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ১০ টি স্টল স্থান পায়। এসময় তাদের স্টলের মাধ্যমে বিভিন্ন সেবাসমূহ উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলী, দৈনিক সাতঘরিয়া পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলিটেটর সোহাগ ইম্মানুয়েল নাগসহ পৌর ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর ১, ২ ও ৩ কলোনীর কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস খুলনা অঞ্চলের ফিল্ড অফিসার প্রতাপ সেন।
Leave a Reply