অনলাইন ডেস্ক: গ্রামপুলিশ বাহিনীকে জাতীয়করণ, অবসরকালীন ভাতা, দক্ষতা উন্নয়নে প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাহিনীর সদস্যরা।
বুধবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গ্রাম পুলিশ অ্যাসোসিয়েশন, রংপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় অ্যাসোসিয়েশনের রংপুর জেলার সভাপতি মো. মাসুম বলেন, ‘১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজ্ঞাপন জারি করে কিছু সুযোগসুবিধা দিয়েছিলেন। কিন্তু গত ৪৭ বছরের তার সেই প্রজ্ঞাপন বাস্তবায়িত হয়নি। এতদিন পরও জানি না আমরা সরকারি না বেসরকারি কর্মচারী। অথচ খেয়ে না খেয়ে গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে চলেছি।’মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply