নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মুন্ডাপাড়ায় অবস্থানরত পরিবারগুলোর জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এর কাছে সাতক্ষীরা মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ আন্দোলন সংগ্রাম কমিটি, সাতক্ষীরা’র পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
একই সাথে সাতক্ষীরাতে যাতে কোন ধরনের উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীরা বিশৃংখলা এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে তার জন্য জরুরি প্রশাসনিক নজরদারি জোরদার করাসহ ৫ দফা দাবিতে জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী, সদস্য সচিব আলীনুর খান বাবুল, সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ডা: সুশান্ত ঘোষ, কল্যাণ ব্যানাজি, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, এড.মুনির উদ্দীন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে অবশ্যই পাঠানো হবে। এছাড়া আমার দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
দাবি সমুহ : সাতক্ষীরাতে যাতে কোন ধরনের উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীরা বিশৃংখলা এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে তার জন্য জরুরি প্রশাসনিক নজরদারি জোরদার করা।
ফতেপুর-চাকলার নাশকতা মামলা, ২০১৩-১৪ সালের নাশকতা মামলাসহ ঐ সময়ে বীর মুক্তিযোদ্ধাসহ সকল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও মামালাসমূহ নিয়মিতভাবে পরিচালানা ও সকল অপরাধীদের আইনের আওতায় আনা।
শ্যামনগরের ধুমঘাট এর আন্তাখালি গ্রামের চলতি বছরের ১৯ আগস্ট ভুমি দস্যুদের আক্রমণে নিহত নরেন্দ্র মুন্ডার হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা।
আদিবাসীদের সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ থাকলেও এক শ্রেণির ভূমিদস্যু কর্তৃক তঞ্চকতার মাধ্যমে বেআইনী পদ্ধতিতে রেকর্ডকৃত ও দখলকৃত সকল জমি মুন্ডাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা ।
আহমাদিয়া (কাদিয়ানী), শিয়া, বাহাই, ঋষি, বাগদী, ভগবানীয়াসহ সকল ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় আনুষ্ঠান পালনসহ সামগ্রিক নিরাপত্তা প্রদান ও ধর্মীয় সভা সমুহে উষ্কানীমূলক বক্তব্য প্রদান কঠোরভাবে নিষিদ্ধ ও প্রশাসনিক তদারকি বৃদ্ধি করা।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মুন্ডাপাড়ায় অবস্থানরত পরিবারগুলোর জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
১৯ আগস্ট’২২ শক্রবারের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে যথাযত শাস্তি বিধান করা।
সাতক্ষীরা জেলায় বসবাসরত আদিবাসীদের জমি কেন্দ্রিক সকল মিথ্যা ও হয়রানীমুলক মামলাগুলোকে তদন্তসহ দ্রুত নিষ্পতির মাধ্যমে আদিবাসীদের ভূমি মালিকানা নিশ্চিত করা।
আদিবাসীদের যেসব জমি অবৈধ্য পন্থায় দলিল এর মাধ্যকে দখল করা হয়েছে সে সকল জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা।
সরকারী খাস জমি বন্টনে আদিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রদান এবং উপজেলার ভূমি ব্যবস্থাপনা কমিটিতে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
১৯৫০ (৯৭) সালের রাষ্ট্রীয় প্রজাসত্ব আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী মুন্ডাদের জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা।
নরেন্দ্র নাথ মুন্ডা হত্যা মামলার আসামিদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
Leave a Reply