জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ে প্রচারণা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার ব্যবস্থাপনায় ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার হতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ে প্রচারণা শুরু হয়েছে। ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন নিশ্চিত করণের লক্ষ্যে প্রচার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রচার ক্যাম্পেইনের প্রথম দিন তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাট-বাজার, পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়কসমূহে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রচারে বলা হয় ৫-১১ বছর বয়সী শিশুদের স্কুল কেন্দ্রীক কোভিন-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১১ অক্টোবর-২০২২ তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। অভিভাবকগণকে দৃষ্টি আকর্ষণপূর্বক বলা হয়েছে, ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সুরক্ষা এ্যাপসে রেজিস্ট্রেশন করতে। কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনকৃত শিশুরা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি নির্ধারিত স্কুলে ভ্যাকসিন গ্রহণ করবে। ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে আনতে হবে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, সাতক্ষীরার ব্যবস্থাপনায় এ প্রচার কার্যক্রম জেলার সকল উপজেলার অধিকাংশ ইউনিয়নে বাস্তবায়িত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *