ন্যাশনাল ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিউ ইয়র্কে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ১৬০টি ভোট। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চারটি আসনের বিপরীতে বাংলাদেশসহ ছয়টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগামী ২০২৩-২৫ মেয়াদের ওই নির্বাচনে বাংলাদেশ, মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান নির্বাচিত হয়েছে।
মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান যথাক্রমে পেয়েছে ১৫৪, ১৪৫ ও ১২৬ ভোট। নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হওয়ার পরে দুই ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়।
৪৭-সদস্য বিশিষ্ট মানবাধিকার কাউন্সিলের সদস্যরা গোপন ব্যালটের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকে। এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কাউন্সিলের সদস্য ছিল। নিয়ম অনুযায়ী দুই মেয়াদে সদস্য থাকার পরে অন্তত এক বছর বাদ দিয়ে কোনও দেশ নির্বাচন করতে পারবে।
Leave a Reply