আবারও কি জেগে উঠবে শ্রীলঙ্কা?

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটে শ্রীলঙ্কা যেন ফিনিক্স পাখি। রূপকথার এই পাখির মতোই যেন তারা ছাই থেকে বারবার নতুন করে জন্ম নেয়। এই বছর তো তারা এভাবেই নিজেদের ফিরে পেয়েছে।

একটু পেছনে ফিরে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হারলো ১০ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সেই দলটিই জিতলো ইনিংস ব্যবধানে! ওয়ানডেতেও তো একই শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হারার পর টানা তিনটি জিতে সিরিজ জিতলো তারা। পাকিস্তানের কাছেও প্রথম টেস্ট হেরে যাওয়ার পর শেষ ম্যাচে জয়। তারপর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বিব্রতকর হার। সেই শ্রীলঙ্কাই পরের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ঘরে নিলো শিরোপা।

তো এবারও কি ছাই থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নেবে লঙ্কানরা? নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে যে শুরু হয়েছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন হারে নেট রান রেটে খুবই বাজে অবস্থা, -২.৭৫০। একেবারে তলানিতে থাকা শ্রীলঙ্কাকে মূল পর্ব মানে সুপার টুয়েলভে উঠতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টায় শ্রীলঙ্কার সামনে সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচ দিয়েই কি আবারও জেগে উঠবে দাসুন শানাকারা? তবে নিশ্চিতভাবে চাপে এশিয়ার চ্যাম্পিয়নরা। নামিবিয়াকে দেখে সাহসী হয়ে উঠেছে আমিরাত। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করে হার তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর লড়াই যে হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপাতত শ্রীলঙ্কার লক্ষ্য শেষ দুটি ম্যাচই জেতা। দলের বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে বললেন, ‘আমরা প্রথম ম্যাচ হেরে গেছি। এখন আমাদের সামনে একটাই পথ খোলা, জিততে হবে, আমাদের পরের দুটি ম্যাচ জিততেই হবে। এই দুটি ম্যাচে আমরা আমাদের শতভাগের চেয়েও বেশি দিবো, অবশ্যই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *