সামেক হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে-এমপি রবি


সংবাদদাতা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে ফলজ, বণজ ও ভেষজ গাছের রোপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি এমপি রবি বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে এবং মানুষকে অক্সিজেন দেয়। যেকারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত -ই- খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, প্রধান সহকারি মোত্তাজুল ইসলাম, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন, এমপি রেডিওলজি আব্দুল হালিম, এমপি ল্যাব সুব্রত কুমার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *