নিজস্ব প্রতিনিধি: মোবাইল আউটরিচ প্রকল্পের ত্রৈমাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসের ট্রেনিং রুমে ইউরোপীয় ইউনিয়ন-জার্মান কর্পোরেশন, জিআইজেড’র অর্থায়নে সমাজসেবা অফিস ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জি আই জেড/ ইউএমআইএমসিসি এডভাইজার রতন মানিক সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন ও বন্যা সরকার, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক, মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলেটেটর সোহাগ, ইম্মানুয়েল নাগসহ মোবাইল আউটরিচ টিম’র মেম্বারদ্বয়সহ ও ৬নং ওয়ার্ডের ভলেন্টিয়ার এবং কারিতাসের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোবাইল আউটরিচ এর মাঠ কর্মকর্তা প্রতাপ সেন।
উল্লেখ্য, ইউএমআইএমসিসি প্রকল্পের আওতায় মোবাইল আউটরিচ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা সমূহ শহরের দূরবর্তী এলাকার দরিদ্র জনগণের কাছে সহজে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে।
Leave a Reply