রওশনকে অপসারণের বিষয়ে এবার পাল্টা চিঠি পাঠাবেন রাঙ্গ


ন্যাশনাল ডেস্ক: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ থেকে বেগম রওশন এরশাদকে সরাতে জাতীয় পার্টির সংসদীয় দল স্পিকারকে যে চিঠি দিয়েছে তার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে স্পিকার বরাবর আজ চিঠি দেবেন মশিউর রহমান রাঙ্গা।
বিষয়টি জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা জানান, তিনি রওশন এরশাদকে বাদ দেয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। এ কারণে রাঙ্গাকে দলের পদ থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।
জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের দিন তাকে এজেন্ডা জানানো হয়নি বলেও জানান রাঙ্গা।
রাঙ্গা বলেন, ‘আমি স্পিকারকে জানিয়েছি, যে এটা নিয়ম মতো হয়নি। সব কিছুর তো একটা নিয়ম আছে। নিয়ম বহির্ভূতভাবে করলে তো হবে না।’
তিনি বলেন, আমি স্পিকারকে জানাবো আমার এ ব্যাপারে আপত্তি আছে। বিষয়টি সঠিক প্রক্রিয়ায় হয়নি।
সাধারণত দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সেটি অনুমোদন করেন। সে ক্ষেত্রে জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তা এখন স্পিকারের হাতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *