নেপালকে উড়িয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৬ সালে ভারতের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে সাবিনা খাতুনের দল। বাংলাদেশের হয়ে ২টি গোল করেন কৃষ্ণা রানী সরকার। আর ১টি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন আনিতা বাসনেট।
আবারও কৃষ্ণার গোল। মাঝমাঠের একটু সামনে থেকে ডি বক্সের ডান দিকে লম্বা পাস পান কৃষ্ণা। সুযোগ হাতছাড়া করেননি। নেপালের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান নেপালের জালে। গোলহজম করার ৭ মিনিট না পেরোতেই বাংলাদেশ আবারও লিড নেয়। এটি কৃষ্ণার দ্বিতীয় গোল। বাংলাদেশ এগিয়ে আছে ৩-১ গোলে।
ম্যাচের ৭০ মিনিটে নেপাল ১ গোল শোধ করে। গোল শোধে মরিয়া নেপাল শিবিরে স্বস্তি। ৭০ মিনিটে ডি বক্সে বল পান আনিতা বাসনেট। ডান দিকে বল পেয়ে কোনাকুনি শটে বল জড়ান বাংলাদেশের জালে। গোলরক্ষক রুপনা চাকমা ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
প্রথম মিনিটেই আক্রমণ করে বাংলাদেশ। ১০ মিনিটে স্বপ্নার বদলি হিসেবে নামা শামসুন্নাহার জুনিয়র প্রথম গোল দেন ১৩ মিনিটে। এরপর কিছুটা ছন্দহীনতা দেখা যায় বাংলাদেশ শিবিরে। আক্রমণের চেষ্টা চালায় নেপাল। ৩৭ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। তার মিনিট পাঁচেক পরেই কৃষ্ণার গোল। ২-০ গোলে এগিয়ে শেষ পর্যন্ত প্রথমার্শ শেষ করে লাল সবুজের জার্সিধারীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *