প্রেস বিজ্ঞপ্তি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরা কর্তৃক রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ খাতের জুলাই-সেপ্টেম্বর-২০২২ কোয়ার্টারের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুল গফফার, চেয়ারম্যান, কুশখালী ইউনিয়ন পরিষদ, জনাব পুলক চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা, জনাব মোঃ মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান, কুশখালী ইউনিয়ন পরিষদ। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার, জনাব মোঃ রমজান আলী, কুশখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য জনাব মোঃ তুহিন হোসেন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জনাব আফরোজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১৭০ জন মহিলা অংশগ্রহণ করেন।
Leave a Reply