নিজস্ব প্রতিনিধি: কমিউনিটি স্যোশাল ল্যাবের ২০তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ফ্রেন্ডস্ ড্রামেটিক ক্লাবের ৩য় তলায় পিৎজা মিলনায়তনে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ২০তম ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ব্রাক ইউডিপি’র কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক, সোহাগ নাগ প্রমুখ। উক্ত ডায়ালগ সেশনে ইটাগাছা পূর্বপাড়ার মৃত ব্যক্তির গোছল খানার নতুন স্থান নির্ধারণ ও নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়ও ব্রাক আরবান ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলে ডায়ালগ সেশনে জানানো হয়। উক্ত এলাকার উন্নয়নে ভলেন্টিয়ারদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান কোরটিম এর সদস্যরা। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply