কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৯তম ডায়ালগ সেশন


নিজস্ব প্রতিনিধি: কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৯তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৯তম ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, কারিতাসের সোস্যাল ওয়েলফেয়ার এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট’র ম্যানেজার সৌরভ রোজারিও, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কারিতাস খুলনা অঞ্চলের ইনচার্জ (ডিএম) আলবিনো নাম, কারিতাস কেন্দ্রীয় অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা অনিক গমেজ, ব্রাক ইউডিপি’র প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক প্রমুখ। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ডায়ালগ সেশনে ইটাগাছা পূর্বপাড়ার মৃত ব্যক্তির গোছল খানার নতুন স্থান নির্ধারণ ও নির্মাণ প্রসঙ্গে আলোচনা করা হয়। ইতোমধ্যে ডায়ালগ সেশনের মাধ্যমে চিহ্নিত সমস্যা সমূহের অনেক কাজ সম্পন্ন করা হয়েছে এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোবাইল আউটরিচ প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *